Sunday, December 11, 2011

আপনার কম্পিউটারের ফোল্ডারগুলোকে মনের মত রঙ দিয়ে সাজিয়ে নিন ছোট্ট একটি সফটয়্যার দিয়ে ।



মাত্র ১.৮৮ মেগাবাইটের সফটয়্যারের সাহায্যে আপনি আপনার কম্পিউটারের ফোল্ডার গুলোকে রাঙ্গিয়ে নিতে পারেন। এবং আরো আকর্ষনীয় করে নিতে পারেন ফোল্ডারগুলোকে।
এর জন্য প্রথমে আপনাকে http://bit.ly/cfolder এই লিঙ্ক থেকে সফটয়্যার'টি ডাউনলোড করে নিতে হবে এবং ইন্সটল করা শেষে আপনার পছন্দমত ফোল্ডার সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করুন তারপর Horizon My Folder অপশন থেকে colors থেকে পছন্দমত রঙ নির্বাচন করুন। ব্যাস এতটুকুই... এবার ইচ্ছেমত রঙদিয়ে সাজিয়ে নিন আপনার কম্পিউটারের ফোল্ডারগুলো কে :)

No comments:

Post a Comment