Sunday, December 11, 2011

ফোল্ডারে পাসওয়ার্ড দেয়ার জন্য একটি ছোট ও কার্যকর সফটওয়্যার

আমাদেরকে বিভিন্ন কারনে ফাইলকে লুকিয়ে রাখার বা পাসওয়ার্ড দিয়ে রাখার প্রয়োজন হয়। আনেক পাসওয়ার্ড সফটওয়্যার আছে। কিন্তু তা উইন্ডোজ রিইনস্টল করলে তা চলে যায় এবং তা দিয়ে পেনড্রাইভে পাসওয়ার্ড দেয়া যায় না। এসব সমস্যার সমাধান হল “File Protector”। এই সফটওয়্যারটি দিয়ে আপনি হার্ডড্রাইভ বা পেনড্রাইভ যে কোনটির ফাইলে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন। এর সাইজ মাত্র ৬৮৫ কিলোবাইট। এটি ইনস্টল করার কোন ঝামেলা নেই। এটি একটি পোর্টেবল সফটওয়্যার। এর ব্যবহার বিধি খুব সহজ। এর ইউজার ইন্টারফেস সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি।

এ সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন। ফোল্ডার লক করার জন্য এটিকে ফোল্ডারটির ভেতর কপি করুন এবং যে কোন পাসওয়ার্ড দিয়ে Protect বাটন ক্লিক করুন। এখন ফোল্ডার থেকে সফটওয়ারটি মুছে দিতে পারেন। আবার যখন পাসওয়ার্ড খুলতে হবে তখন সফটওয়ারটি আবার ফোল্ডারটিতে কপি করে চালু করুন তখন নিচের উইন্ডোটি দেখতে পাবেন।

এতে তিনটি রেডিও বাটন আছে। Virtual Disk সিলেক্ট করলে আপনার ফাইল গুলো একটি নতুন ড্রাইভে চালু হবে। Temporary সিলেক্ট করলে যে ফোল্ডারে এটি চালু করেছেন সে ফোল্ডারে আপনার ফাইল গুলো চালু হবে। এ দুটি সাময়িক ব্যবহারের জন্য। আপনি যদি প্রটেক্ট আর না করতে চান তাহলে Complete সিলেক্ট করুন। তারপর পাসওয়ার্ড দিয়ে Unprotect ক্লিক করুন। তবে সাবধান! এটির পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ফাইল আর ফেরত পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তবে এর প্রটেক্ট পদ্ধতি খুব শক্ত।

No comments:

Post a Comment