কম্পিউটারে ইউনিকোড সাপোর্ট না থাকলে এবং প্রয়োজনীয় বাংলা ফন্ট না থাকলে সাধারনত বাংলা দেখা যায় না। এছাড়া ব্রাউজার বেশী পুরনো হলেও বাংলা দেখা না যেতে পারে। উইন্ডোজ এক্সপিতে সাধারনত ইউনিকোড সাপোর্ট থাকে না। উইন্ডোজ ভিস্তা ও সেভেন এ ইউনিকোড সাপোর্ট দেয়া থাকে। তাই যে সব কম্পিউটারে ইউনিকোড সাপোর্ট দেয়া নেই সেগুলোতে ইউনিকোড সাপোর্ট ইনস্টল করে নিতে হয়। বাংলা লেখা বেশী ছোট দেখার কার প্রধানত ফন্ট।
বাংলা দেখার জন্য বা বড় দেখার জন্য এখান থেকে অভ্র ইনস্টল করুন বা এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে iComplex ইনস্টল করে নিচের ধাপ গুলো অনুসরন করুন। iComplex উইন্ডোজে ইউনিকোড সাপোর্টের জন্য প্রয়োজনীয় ফাইল উইন্ডোজে ইনস্টল করে দেয়।
১. Siyamrupali ফন্টটি C:\WINDOWS\Fonts ফোল্ডারে রাখুন।

২. ফায়ারফক্স চালু করুন।
৩. Tools মেনু থেকে Option ক্লিক করুন।

৪. Content ট্যাব ক্লিক করুন এবং Advanced বাটন ক্লিক করুন।

৫. Fonts forকে Bangla, Serifকে Siyam Rupaliএবং Sans-serifকে Siyam Rupali তে পরিবর্তন করুন।

৬. OK দুইবার ক্লিক করে বের হয়ে আসুন এবং ফায়ার ফক্স রিস্টার্ট করুন।
আপনার যদি শুধু ফন্টে সমস্যা হয় তাহলে শুধু ধাপ গুলো অনুসরন করলে হবে। এখানে Siyam Rupali ফন্ট ব্যবহার করা হয়েছে। কারন এ ফন্টটির আকার তুলনামূলক বড়। আপনি কী বোর্ডের Ctrl চেপে মাউসের হুইল সামনে ঘুরিয়েও লেখা বড় করতে পারেন।
বাংলা দেখার জন্য বা বড় দেখার জন্য এখান থেকে অভ্র ইনস্টল করুন বা এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে iComplex ইনস্টল করে নিচের ধাপ গুলো অনুসরন করুন। iComplex উইন্ডোজে ইউনিকোড সাপোর্টের জন্য প্রয়োজনীয় ফাইল উইন্ডোজে ইনস্টল করে দেয়।
১. Siyamrupali ফন্টটি C:\WINDOWS\Fonts ফোল্ডারে রাখুন।

২. ফায়ারফক্স চালু করুন।
৩. Tools মেনু থেকে Option ক্লিক করুন।

৪. Content ট্যাব ক্লিক করুন এবং Advanced বাটন ক্লিক করুন।

৫. Fonts forকে Bangla, Serifকে Siyam Rupaliএবং Sans-serifকে Siyam Rupali তে পরিবর্তন করুন।

৬. OK দুইবার ক্লিক করে বের হয়ে আসুন এবং ফায়ার ফক্স রিস্টার্ট করুন।
আপনার যদি শুধু ফন্টে সমস্যা হয় তাহলে শুধু ধাপ গুলো অনুসরন করলে হবে। এখানে Siyam Rupali ফন্ট ব্যবহার করা হয়েছে। কারন এ ফন্টটির আকার তুলনামূলক বড়। আপনি কী বোর্ডের Ctrl চেপে মাউসের হুইল সামনে ঘুরিয়েও লেখা বড় করতে পারেন।


No comments:
Post a Comment