Sunday, December 11, 2011

কপি করার সর্বোচ্চ সুবিধা


ধরুন আপনি কোন সিডি থেকে কিছু ফাইল কপি করছেন। কোন কারনে কোন ফাইল কপি হতে সমস্যা হল এবং এরর দেখিয়ে কপি প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। তখন অন্য যে ফাইল গুলো কপি করা যাবে সে গুলো খুজে খুজে আপনাকে কপি করতে হবে। এ সমস্যা দুর করার জন্য ব্যবহার করতে পারেন টেরাকপি (TeraCopy)। এটি সম্পূর্ন ফ্রি। এর আরও কিছু সুবিধা আছে। প্রধান সুবিধা গুলো হলঃ
১. এটি দিয়ে সর্বোচ্চ গতিতে ফাইল কপি করতে পারবেন। কপি হওয়ার সময় কত গতিতে কপি হচ্ছে তা দেখতে পারবেন।
২. কপি করার সময় ইচ্ছে হলে কপির মাঝখানে বিরতি দিতে পারবেন।
৩. একাধিক ফাইল কপি হওয়ার সময় কোন ফাইল কপি না হলে এটি সয়ংক্রিয় সে ফাইল বাদ দিয়ে পরের ফাইলগুলো কপি করতে পারে।
৪. একাধিক ফাইল কপি করলে এটি আপনার সামনে কিকি ফাইল কপি করছে তার একটি লিস্ট আপনাকে দেখাবে।
৫. এটিকে উইন্ডোজের ডিফল্ট কপি-মুভ ফাংশন হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থ্যাৎ আপনি কোন ফাইল কপি বা মুভ করতে দিলে তা সয়ংক্রিয় টেরা কপির মাধ্যমে কপি হবে।
৬. সর্বশেষ কোথায় কোথায় ফাইল কপি বা মুভ করেছেন তাও এখানে দেখতে পারবেন।
৭. এটি ইউনিকোড সাপোর্ট করে।
৮. এটি সব উইন্ডোজ সাপোর্ট করে। (যেমনঃ এক্সপি, ভিস্তা, সেভেন ইত্যাদি)
টেরা কপি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এর সাইজ মাত্র ১.৭৪ মেগাবাইট। আশা করি সফটওয়্যারটি কাজে লাগবে।

No comments:

Post a Comment