আমরা অনেক সময় ব্যস্ততা বা বিভিন্ন কারনে ফেসবুক চেক করতে পারিনা। এখন আপনি জিপি এবং বাংলালিংকে এসএমএস এর মাধ্যমে ফেসবুকের সব খবর যেমন ফ্রেন্ড রিকুয়েস্ট, ম্যাসেজ, কমেন্ট ইত্যাদি জানতে পারবেন। আপনি চাইলে এসএমএস এর মাধ্যমে আপনার স্ট্যাটাস আপডেট করতে পারবেন। ফেসবুকের খবর জনতে কোন টাকা লাগবে না। স্ট্যাটাস আপডেট করতে এসএমএস চার্জ প্রযোজ্য হবে। এসএমএস সার্ভিস চালুর জন্য নিচের ধাপ অনুসরন করুন।
প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশন থেকে নিউ ম্যসেজে গিয়ে লিখুন fb এবং তা জিপি ব্যবহারকারীরা ২৫৫৫ নম্বরে এবং বাংলালিংক ব্যবহারকারীরা ৩২৬৬৫ নম্বরে সেন্ড করুন। তাহলে একটি কনফারমেশন কোড পাবেন।
এবার ফেসবুক চালু করুন। তারপর Account মেনু থেকে Account Settings এ ক্লিক করুন।

এবার Mobile ট্যাব এ ক্লিক করুন। সেখান থেকে “Already received a confirmation code?” এ ক্লিক করুন।

তাহলে Confirmation code নামে একটি বক্স আসবে। বক্সটিতে এসএমএসের মাধ্যমে পাওয়া কনফারমেশন কোডটি লিখুন এবং Confirm বাটনে ক্লিক করুন।

এবার প্রয়োজনীয় সেটিং ঠিক করে Save Preferences এ ক্লিক করুন। তাহলে আপনার এসএমএস সার্ভিসটি চালু হয়ে যাবে। আপনার কনফারমেশন এসএমএসটি আসতে একটু দেরি হতে পারে।
প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশন থেকে নিউ ম্যসেজে গিয়ে লিখুন fb এবং তা জিপি ব্যবহারকারীরা ২৫৫৫ নম্বরে এবং বাংলালিংক ব্যবহারকারীরা ৩২৬৬৫ নম্বরে সেন্ড করুন। তাহলে একটি কনফারমেশন কোড পাবেন।
এবার ফেসবুক চালু করুন। তারপর Account মেনু থেকে Account Settings এ ক্লিক করুন।

এবার Mobile ট্যাব এ ক্লিক করুন। সেখান থেকে “Already received a confirmation code?” এ ক্লিক করুন।

তাহলে Confirmation code নামে একটি বক্স আসবে। বক্সটিতে এসএমএসের মাধ্যমে পাওয়া কনফারমেশন কোডটি লিখুন এবং Confirm বাটনে ক্লিক করুন।

এবার প্রয়োজনীয় সেটিং ঠিক করে Save Preferences এ ক্লিক করুন। তাহলে আপনার এসএমএস সার্ভিসটি চালু হয়ে যাবে। আপনার কনফারমেশন এসএমএসটি আসতে একটু দেরি হতে পারে।


No comments:
Post a Comment